ফের অমানবিকতার ছবি প্রকাশ্যে। অসুস্থ মা -কে রাস্তায় ফেলে পালানোর অভিযোগ উঠল বৃদ্ধার মেয়ের বিরুদ্ধে। প্রসঙ্গত, কোভিড টেস্ট না হওয়ায় অসুস্থ বৃদ্ধাকে নিতে নাকোচ করে কোনও এক স্বেচ্ছাসেবী সংগঠন। পরে সেই বৃদ্ধাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তাঁর মেয়ে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার টিটাগর তালপুকুর এলাকায়। বুধবার তালপুকুর করুনাময় রোডে রাস্তার উপর এক বৃদ্ধা বসে থাকতে দেখে এলাকার মানুষ। তাঁরা বৃদ্ধার সঙ্গে কথা বলে জানতে পারে তাঁর মেয়ে সেখানে তাঁকে রেখে চলে গিয়েছে। এলাকার মানুষ টিটাগড় থানায় অভিযোগ জানালে বৃদ্ধার মেয়ে এবং তাঁর পরিবারের খোঁজ শুরু করে পুলিশ।