জন্মাষ্টমীর পর কাঁদা খেলার মধ্যে দিয়ে ৫১৩ বছর ধরে চলে আসা বৈকুণ্ঠপুর রাজ বাড়ির দূর্গাপ্রতিমা গড়ার কাজ
বৈকুণ্ঠপুর রাজ বাড়ির দূর্গাপূজা এবারে ৫১৩ বছরে পা দিল | শুরু হল দূর্গাপ্রতিমা গড়ার কাজ | জন্মাষ্টমীর পর কাঁদা খেলার মধ্যে দিয়ে সুচনা হয়েছে প্রতিমা গড়ার কাজ | বৈকুণ্ঠপুর রাজ পরিবারের প্রবীণ সদস্য প্রণত কুমার বোস জানান সবই আগের ঐতিহ্য এবং নিয়ম নিষ্ঠা মেনেই আয়োজন করে হয়েছে |