রেয়ার গ্রুপের রক্ত, মিলছিল না অনেক চেষ্টাতেও। অবশেষে সোশ্যাল মিডিয়ার ভাইরাল পোস্ট থেকেই মিলল রক্ত। কয়েকজন বন্ধুর একটি গ্রুপে এক বন্ধু রক্তদানের অনুরধের একটি পোস্ট করে। সেই পোস্ট দেখেই রক্ত দিতে রাজি হয় এক যুবক। প্রয়োজনে কলকাতায় গিয়েও রক্ত দেবেন বলে জানান তিনি। অবশ্য রক্তদিতে তাঁকে কলকাতায় যেতে হয়নি। রঘুনাথপুর সুপারস্পেস্যালিটি গিয়ে রক্তদান করেন ওই যুবক।