মালদহে আগেই সতর্ক বার্তা জারি হয়েছিল। ভিন রাজ্য থেকে মালদহের দিকে ভেসে আসছে মৃতদেহ। এমনটা জানান হয়েছিল প্রশাসনের পক্ষথেকে। সেই কারণে সেখানকার মানুষদের গঙ্গায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই মতই মালদহের গঙ্গায় এবার ভাসতে দেখা গেল মৃত দেহ। মোট দুটি মৃত দেহ ভাসতে দেখা যায় সেখানে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় ভূতনি থানার পুলিশ। করোনা আক্রান্তের দেহ বলেই প্রাথমিক অনুমান।