সাতসকালে জগদ্দলের 17 নম্বর ওয়ার্ডের আটচালাবাগান এলাকায় বোমাবাজির ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সাতসকালে আটচালা বাগানের এ বি রোডে আলাউদ্দিন আনসারীর বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা মেরে পালায় দুষ্কৃতীরা।
বোমার ঘায়ে কেউ হতাহত না হলেও, বাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। কেন কাছে বোমাবাজি সময় ওই বাড়িতে চারটে শিশুসহ সপরিবারে আলা উদ্দিন আনসারী। সাতসকালে দুষ্কৃতীদের এই বোমাবাজির ঘটনায় কার্যত আতঙ্কিত আলাউদ্দিন এর পরিবার। ঘটনাস্থলে জগদ্দল থানার বিশাল পুলিশবাহিনী এসেছে তদন্ত শুরু করেছে।