মায়ের সাথে কাপড় কাচতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু,২ ঘন্টা কেটে গেলেও উদ্ধার কাজে বিলম্ব, ক্ষোভ বাসিন্দাদের
মায়ের সাথে কাপড় কাঁচতে গিয়ে মহানন্দা নদীর গর্ভে তলিয়ে গেল চারবছরের শিশু কন্যা | মঙ্গলার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জোতমনি গ্রামের মহানন্দা ঘাটে |ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় |খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী |তবে দু ঘণ্টা কেটে গেলেও এখনো উদ্ধার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ গ্রামবাসিদের |