শুভেন্দুর দেহরক্ষী -র মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁর স্ত্রী। কাঁথি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তারই তদন্ত ভার নিয়েছে সিআইডি। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। সোমবার মহিষাদলে শুভব্রত চক্রবর্তীর বাড়িতে যায় সিআইডি। চার সদস্যেদের একটি দল সেখানে যায়। সোমবারের পর বুধবার আরও একটি দল তদন্তের জন্য কাঁথি যায়। শুভব্রত চক্রবর্তী -র মৃত্যু রহস্য উন্মোচনে তৎপর সিআইডি।
শুভেন্দুর দেহরক্ষী -র মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁর স্ত্রী। কাঁথি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি। তারই তদন্ত ভার নিয়েছে সিআইডি। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। সোমবার মহিষাদলে শুভব্রত চক্রবর্তীর বাড়িতে যায় সিআইডি। চার সদস্যেদের একটি দল সেখানে যায়। সোমবারের পর বুধবার আরও একটি দল তদন্তের জন্য কাঁথি যায়। শুভব্রত চক্রবর্তী -র মৃত্যু রহস্য উন্মোচনে তৎপর সিআইডি।