চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে দম্পতিকে খুন। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্গার এলাকার ঘটনা। ৮ মে থেকে নিঁখোজ ছিলেন এই দম্পতি। বৃহস্পতিবার তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। মৃত দম্পতির নাম গৌতম সরকার (৩৫), ও তাঁর স্ত্রী তাপসী সরকার (৩০)। এই ঘটনায় খুনের অভিযোগ উঠেছে তাঁদেরই প্রতিবেশী কৃষ্ণকমল চৌধুরী নামে এক বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। খুনের অভিযোগ অবশ্য মানতে নারাজ বিজেপি নেতা। তবে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা কৃষ্ণকমল চৌধুরী -কে। মর্মান্তিক এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।