রেলস্টেশনে যুবকের রক্তাত্ব দেহ উদ্ধার ঘিরে ছড়ায় চাঞ্চল্য। নদিয়ার নাকাশিপাড়া বেথুয়াডহরি রেলস্টেশন থেকে উদ্ধার হয় যুবকের দেহ। সোমবার সকালে স্থানীয়রা যুবক পড়ে থাকতে দেখেন। যুবকের মাথা এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পান তারা। ঘটনাস্থলে রেল পুলিশ এসে হাজির হয়। পরে পরিবারের লোকেরা খবর পেয়ে দেখতে এলে তারা চিনতে পারে। পরে পরিবারের সূত্রে জানা যায় যুবকের নাম বিক্রম ঘোষ (২১)। করোনা পরিস্থিতিতে ট্রেন বন্ধ থাকায় রবিবার মুর্শিদাবাদের কয়েকজনের সঙ্গে ম্যাটাডোর করে ছানা নিতে কলকাতা গিয়েছিল গিয়েছিল ওই যুবক। কিন্তু রাতে বাড়ি ফেরেনি। কি কারণে যুবককে খুন হতে হল, তা এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ।