২৬ মে, বুধবার বঙ্গে রীতিমত তান্ডব চালায় ঘূর্ণিঝড় 'যশ'(Yaas) । ঝড় এবং জলোচ্ছ্বাসে জলমগ্ন হয়ে পড়ে উপকূলবর্তী বহু এলাকা। যশের তান্ডবে বহু জায়গায় ভেঙে গিয়েছে বহু ঘর-বাড়ি। ভয়াবহ এই ঝড় কেড়ে নিয়েছে অনেকেরই মাথার ছাদটুকুও। শুধু মানুষই নয় ঝড়ের প্রভাব পড়েছে পশু-পাখিদের উপরেও। ঘূর্ণিঝড়ের পরেই জলের তোড়েই লোকালয়ে ভেসে এল হরিণ। গোসাবা থানার টিম উদ্ধার করে হরিণটিকে। পরে হরিণটিকে বন দপ্তরের হাতে তাঁরা তুলে দেয়।