বুধবার রাতে আগুন লেগে যায় গেঞ্জির কারখানায়। একই সঙ্গে আগুন লেগে যায় অ্যাপেলো ফার্মেসী -র গোডাউনে। ব্যারাকপুরের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের সাজিরহাট এলাকায় ঘটনাটি ঘটে। রাত আড়াইটে নাগাদ সেখানে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬ টি ইঞ্জিন। কিভাবে সেখানে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এই ঘটনায় হতাহতের এখন কোনও খবর নেই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।