জানলা-দরজা দিয়ে ঝুলছে দেহ, রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত করল জেলা প্রশাসন

রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত করল জেলা প্রশাসন। উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ মীনা এই সংখ্যাকে নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে- বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা সম্ভব হয়। প্রসঙ্গত, বুধবার রাতে ঝাড়খণ্ডের পাকুর থেকে লখনউগামী একটি দূররপাল্লার বাস উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রূপাহারে নয়ানজুলিতে উল্টে পড়ে। রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। কয়েক জন বাস যাত্রী-র অভিযোগ, চালক মত্ত অবস্থায় ছিল। ইটাহারে অন্য একটি বাসকেও ধাক্কা মারে। এরপর চালক বাসের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করছিল। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পরে যায়। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছিল না যে ঠিক কতজন বাসের নিচে আটকে ছিল। গভীররাতে বাসটিকে ক্রেন দিয়ে নয়ানজুলি থেকে টেনে তুলতেই বেশকিছু মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে দশটনা নাগাদ আচমকাই বিকট আওয়াজ। এরপর তারই ছুটে এসে নয়ানজুলিতে পড়ে থাকা বাসটিকে দেখতে পান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বর্ষাকালে বিপদ জনক হয়ে রয়েছে রাস্তা। দীর্ঘদিন ধরে এই কাজ চললেও এখন পর্যন্ত মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ কাজ হয়েছে বলে অভিযোগ। জাতীয় সড়কের বেহাল দশা দুর্ঘটনার আশঙ্কাকে বাড়াচ্ছে বলেও অভিযোগ। বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জ পুরসভার অতিরিক্ত চেয়ারম্যান অরিন্দম সরকার। দুর্ঘটনার জন্য তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষকেই দায়ী করেন। বৃহস্পতিবার সকালে নয়ানজুলির যে অংশে খাল গভীর আকার নিয়েছে সেখানে ডুবরি নামানো হয়। খালের ওই অংশে কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছে ডুবরি। পুলিশ সূত্রে খবর এখন বাসের চালক বা কন্ডাক্টর অথবা খালাসি কারও কোনও সন্ধান মেলেনি। 

রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত করল জেলা প্রশাসন। উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ মীনা এই সংখ্যাকে নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে- বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা সম্ভব হয়। প্রসঙ্গত, বুধবার রাতে ঝাড়খণ্ডের পাকুর থেকে লখনউগামী একটি দূররপাল্লার বাস উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রূপাহারে নয়ানজুলিতে উল্টে পড়ে। রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। কয়েক জন বাস যাত্রী-র অভিযোগ, চালক মত্ত অবস্থায় ছিল। ইটাহারে অন্য একটি বাসকেও ধাক্কা মারে। এরপর চালক বাসের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করছিল। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পরে যায়। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছিল না যে ঠিক কতজন বাসের নিচে আটকে ছিল। গভীররাতে বাসটিকে ক্রেন দিয়ে নয়ানজুলি থেকে টেনে তুলতেই বেশকিছু মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে দশটনা নাগাদ আচমকাই বিকট আওয়াজ। এরপর তারই ছুটে এসে নয়ানজুলিতে পড়ে থাকা বাসটিকে দেখতে পান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বর্ষাকালে বিপদ জনক হয়ে রয়েছে রাস্তা। দীর্ঘদিন ধরে এই কাজ চললেও এখন পর্যন্ত মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ কাজ হয়েছে বলে অভিযোগ। জাতীয় সড়কের বেহাল দশা দুর্ঘটনার আশঙ্কাকে বাড়াচ্ছে বলেও অভিযোগ। বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জ পুরসভার অতিরিক্ত চেয়ারম্যান অরিন্দম সরকার। দুর্ঘটনার জন্য তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষকেই দায়ী করেন। বৃহস্পতিবার সকালে নয়ানজুলির যে অংশে খাল গভীর আকার নিয়েছে সেখানে ডুবরি নামানো হয়। খালের ওই অংশে কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছে ডুবরি। পুলিশ সূত্রে খবর এখন বাসের চালক বা কন্ডাক্টর অথবা খালাসি কারও কোনও সন্ধান মেলেনি। 

03:18Sonarpur Update : দেড় বছর ধরে সোনারপুরে লুকিয়ে ছিল! চাঞ্চল্যকর মন্তব্য ধৃত বাংলাদেশীর! দেখুন05:18সিদ্দিকুল্লা চৌধুরীকে পাল্টা দিলেন শুভেন্দু, দেখুন কী বলছেন রাজ্যের বিরোধী দলনেতা04:00'দুলাল সরকার খুনে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়', বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর01:41Sonarpur : সোনারপুরে বসে কি ছক কষছিল ৫ বাংলাদেশী! গ্রেফতার হতেই পালাল বাড়ির মালিক02:04'সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন মমতা' স্যালাইন কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্তর04:05অবশেষে খাঁচাবন্দি মৈপিঠের বাঘ, কীভাবে হল এই অসাধ্য সাধন? জানাচ্ছেন ফরেস্ট অফিসার02:34রাজ্য সড়ক অবরোধ করে জন্মদিন পালন তৃণমূল কাউন্সিলরের, গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী01:53Saline : আর কত প্রাণ গেলে ফিরবে হুশ? মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ স্যালাইন02:02কানিং-এ ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী ধাক্কা লরির02:07খড়্গপুর আইআইটিতে ফের শিউরে ওঠা দৃশ্য! হোস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রের নিথর দেহ