গুলি করে খুন করা হল এক দম্পতিকে। ঘটনাটি ঘটেছে হাবরার টুনিঘাটা লন্ডন পাড়া এলাকায়। মৃত দম্পতির নাম রামকৃষ্ণ মন্ডল (৫৮) ও তাঁর স্ত্রী লিলারানী মন্ডল (৫২)। পেশায় প্রাক্তন সেনাকর্মী ছিলেন রামকৃষ্ণ মন্ডল। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। অভিযোগ প্রথমে প্রৌঢ়ার বুকে ও পরে তাঁর স্ত্রীর মাথায় গুলি করে যুবক। সূত্রের খবর অভিযুক্ত তন্ময় বর রামকৃষ্ণ মন্ডলের ভাইজিকে উত্তক্ত করত। এই নিয়ে একাধিকবার অশান্তি হয়েছিল ওই যুবকের সঙ্গে। এমনকি যুবক অ্যাসিড হামলাও করেছিল এই বাড়িতে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। সন্দেহভাজন আরো দুই যুবককে আটক করেছে হাবরা থানার পুলিশ।