ওদের হাতে সরকার, পুলিস, সিআইডি। ধরুন। গ্রেফতার করুন। এরকম নাটক করার কোনোদিন দরকার নেই। এদের নেতৃত্বে আছেন কুনাল ঘোষ। আসলে যে শিয়ালের লেজ কাটা গেছে, সে চায় সবার লেজ কাটা হোক। আমাদের ওপর ৪২ হাজার কেস আছে। এখন নীচে থেকে ওপর ক্ল্যাস শুরু হয়ে গেছে। সিজিওর সামনে শুভেন্দুর গ্রেফতারের দাবিতে ধর্না প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ | সব জায়গায় ওদের নিজেদের মধ্যে গ্যাং ক্ল্যাস চালু হয়ে গেছে, খড়গপুরে শ্যূট আউট নিয়ে বললেন দিলীপ ঘোষ | ওদের হাতে সরকার, পুলিস, সিআইডি, ধরুন, গ্রেফতার করুন সিজিওর সামনে শুভেন্দুর গ্রেফতারের দাবিতে ধর্না প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ |যে শিয়ালের লেজ কাটা গেছে, সে চায় সবার লেজ কাটা হোক - কুনাল কে তোপ দিলীপের | 'কুনাল নিজেই দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী সুবিধা পেয়েছেন' - দিলীপ' | আমরা ত্রিপুরাতে অভিষেককে জেড প্লাস ক্যাটাগরি দিয়েছি' - দিলীপ | মেঘালয় যাওয়া ভালো। চেরাপুঞ্জির বৃষ্টি দেখে আসুন। মন ভালো থাকবে, অভিষেকের মেঘালয় সফর প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ