ঘরের ছাউনি নেই রয়েছে ছেঁড়া ত্রিপল, চরম দুরবস্থা -র সঙ্গে দিন কাটছে খাঁ পরিবারের

এ যেন তাসের ঘর, তবে তা ইঁট দিয়ে তৈরি। ঘরের ছাউনি বলতে রয়েছে ছেঁড়া ত্রিপল। সামান্য ঝড়-বৃষ্টি হলেই দুলতে থাকে সেই ঘর। সেই বাড়িতেই দিন কাটাচ্ছেন কার্তিক খাঁ ও তাঁর পরিবার। পুরুলিয়ার বাঘমুন্ডি -র বাসিন্দা কার্তিক খাঁ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়েই তাঁর সংসার। এই ঘরেই কোনও মতে দিন কাটছে তাঁর। তবে রাত হলেই পরিবারকে নিয়ে কিষান মান্ডিতে চলে যান কার্তিক। সেখানেই রাত কাটান তাঁরা। পঞ্চায়েতে বললেও মেলেনি বাড়ি, জানালেন কার্তিক বাবু। কার্তিক বাবুর স্ত্রী ঝুমা খাঁ জানালেন আশ্বাস মিললেও মেলেনি বাড়ি। মাথার উপর একটা ছাদই তাঁর একমাত্র চাহিদা, জানালেন ঝুমা দেবী। বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধান বীরবল মাছুয়াড় জানালেন, চেষ্টা চলছে কীভাবে বাড়ি দেওয়া যায়। সমস্ত সমস্যা মেটানোরই চেষ্টা চলছে বলেই তিনি জানালেন। দীর্ঘদিন ধরে তাঁরা এই ভাবেই সেখানে দিন কাটিয়ে আসছেন। কবে এই খাঁ পরিবারের মুখে হাসি ফুটিয়ে তাঁদের মাথার উপর একটা ছাদ জুটবে তা এখন প্রশ্নের মুখে। 
 

এ যেন তাসের ঘর, তবে তা ইঁট দিয়ে তৈরি। ঘরের ছাউনি বলতে রয়েছে ছেঁড়া ত্রিপল। সামান্য ঝড়-বৃষ্টি হলেই দুলতে থাকে সেই ঘর। সেই বাড়িতেই দিন কাটাচ্ছেন কার্তিক খাঁ ও তাঁর পরিবার। পুরুলিয়ার বাঘমুন্ডি -র বাসিন্দা কার্তিক খাঁ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়েই তাঁর সংসার। এই ঘরেই কোনও মতে দিন কাটছে তাঁর। তবে রাত হলেই পরিবারকে নিয়ে কিষান মান্ডিতে চলে যান কার্তিক। সেখানেই রাত কাটান তাঁরা। পঞ্চায়েতে বললেও মেলেনি বাড়ি, জানালেন কার্তিক বাবু। কার্তিক বাবুর স্ত্রী ঝুমা খাঁ জানালেন আশ্বাস মিললেও মেলেনি বাড়ি। মাথার উপর একটা ছাদই তাঁর একমাত্র চাহিদা, জানালেন ঝুমা দেবী। বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধান বীরবল মাছুয়াড় জানালেন, চেষ্টা চলছে কীভাবে বাড়ি দেওয়া যায়। সমস্ত সমস্যা মেটানোরই চেষ্টা চলছে বলেই তিনি জানালেন। দীর্ঘদিন ধরে তাঁরা এই ভাবেই সেখানে দিন কাটিয়ে আসছেন। কবে এই খাঁ পরিবারের মুখে হাসি ফুটিয়ে তাঁদের মাথার উপর একটা ছাদ জুটবে তা এখন প্রশ্নের মুখে। 
 

02:14ফের পুলিশের হাতে পাকড়াও দুই অবৈধ বাংলাদেশী! দালালের দৌরাত্বে অতিষ্ঠ ভারত04:29স্যালাইন কাণ্ড নিয়ে শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে বাঁধা, ক্ষোভ উগরে মমতাকে ধুয়ে যা বললেন01:59‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের02:25ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়01:52‘পশ্চিমবঙ্গে নিয়ম মানা হয় তাহলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের03:31'কে মরল ওনার কি যায় আসে! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর04:56Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে03:52'সাধু হয়ে গেছে! ও জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এসে এখানে ভাষণ দিচ্ছে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী02:21Hooghly Latest News: কলকাতায় ফের নির্মাণ বিপর্যয়! ডানকুনিতে ব্রিজ ভেঙে বিপত্তি, দেখুন02:20Suvendu Adhikari : 'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু অধিকারী