টোটোয় চালকের সিটে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। নিজেই টোটো চালিয়ে মানুষের কাছে পৌঁছিয়ে যাচ্ছেন তিনি। টোটোর সামনে লেখা এমএলএ, চষে বেড়াচ্ছেন তিনি। বর্ষার বৃষ্টিতেও থেমে থাকেননি তিনি। বৃষ্টি মাথায় করেই মানুষের খবর নিতে দেখা যায় তাঁকে। তবে টোটোয় কেন, এই নিয়েই ওঠে প্রশ্ন। পেট্রোল-ডিজেলের লাগাম ছাড়া দামের কারণেই টোটো। উত্তরে এমনটাই জানান মনোরঞ্জন ব্যাপারী। তবে তাঁর এই টোটো নিয়ে ঘুরে বেড়ানো নিয়ে চলছে কটাক্ষ। কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।