সাফাই নিয়ে গোল বাধল তাম্রলিপ্ত পৌরসভায়। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সাফাইয়ের কাজ। তার জেরেই জমে যায় আবর্জনা। পৌর প্রশাসক নিজেই সাফাই শুরু করেন। তখনই সেখানে বাধে গোল। সাফাই কর্মীদের সঙ্গে বাধে ঝামেলা। পৌরসভার প্রশাসকের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনাস্থলে মোতায়েন হয় বিশাল পুলিশবাহিনী।