বৃহস্পতিবার সকালে এক মহিলার অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখা যায় ধান জমির পাশে। তাই ঘিরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাকি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত বাইতিচক গ্রামে। পরে জানা যায় মৃতার নাম প্রতিমা মল্লিক (৩৫)। মৃত মহিলার বাড়ি চন্দ্রকোনা টাউন থানার ভাবলা গ্রামে। পুলিশ তদন্তে নেমে খুনের অভিযোগে মহিলার স্বামীকে আটক করেছে। মৃতার পরিবারেরও দাবী তাঁর স্বামীই খুন করেছে তাঁকে। মৃতার দিদি জানিয়েছেন দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে ঝামেলা হত। মহিলার স্বামী নেপাল মল্লিক প্রচণ্ড মারধোর করত তাঁকে। তাঁর অভিযোগ বোনের স্বামী তাঁকে মেরে ফেলছে। মৃতার স্বামী অবশ্য জানিয়েছেন স্ত্রী -এর সঙ্গে ঝামেলা হয়েছিল তাঁর। সেই সময় তিনি তাঁকে মারধোরও করেন। তবে তার পরেই তিনি বাড়ি থেকে বেড়িয়ে যান। তাই তিনি কিছুই জানেননা। পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে মহিলাকে। তবে কি ঘটেছিল সেই দিন তা খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ।