মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ কাটোয়া জিআরপি-র ওসি রিয়াজ সামিম এবং তাঁর এক সহকর্মীকে নিয়ে স্কুটি করে মঙ্গলকোটের ভালসোনা গ্রামে যাচ্ছিলেন পুরনো একটি মামলার তদন্ত করতে। হঠাৎই তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বাইকে ধাক্কা মারে এবং পড়ে যান গাড়ি থেকে।
মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ কাটোয়া জিআরপি-র ওসি রিয়াজ সামিম এবং তাঁর এক সহকর্মীকে নিয়ে স্কুটি করে মঙ্গলকোটের ভালসোনা গ্রামে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা। তাঁরা সেখানে যাচ্ছিলেন পুরনো একটি মামলার তদন্ত করতে। হঠাৎই তাঁর স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বাইকে ধাক্কা মারে এবং তিনি গাড়ি থেকে পড়ে যান। ঘটনাটি ঘটে বনকাপাসি গ্রামের কাছে। ঘটনায় গুরুতর আহত হন জিআরপি-র ওসি রিয়াজ সামিম। এরপর তাঁকে তড়িঘড়ি স্থানীয় মানুষ ও কৈচর ফাঁড়ির পুলিশ নিয়ে যায় কাটোয়া মহকুমা হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাটোয়া থানার পক্ষ থেকে গ্রিন করিডোর করে এসডিপিও আইসির নেতৃত্বে তাঁকে নিয়ে যাওয়া হয় প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান মেডিকেল কলেজ থেকে তাঁকে গ্রিন করিডোরে কলকাতায় নিয়ে আসা হয়। মাথায় গুরুতর চোট রয়েছে তাঁর।