Accident: পুরনো মামলার তদন্ত করতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত জিআরপি-র ওসি

মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ কাটোয়া জিআরপি-র ওসি রিয়াজ সামিম এবং তাঁর এক সহকর্মীকে নিয়ে স্কুটি করে মঙ্গলকোটের ভালসোনা গ্রামে যাচ্ছিলেন পুরনো একটি মামলার তদন্ত করতে। হঠাৎই তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বাইকে ধাক্কা মারে এবং পড়ে যান গাড়ি থেকে।

মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ কাটোয়া জিআরপি-র ওসি রিয়াজ সামিম এবং তাঁর এক সহকর্মীকে নিয়ে স্কুটি করে মঙ্গলকোটের ভালসোনা গ্রামে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা। তাঁরা সেখানে যাচ্ছিলেন পুরনো একটি মামলার তদন্ত করতে। হঠাৎই তাঁর স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বাইকে ধাক্কা মারে এবং তিনি গাড়ি থেকে পড়ে যান। ঘটনাটি ঘটে বনকাপাসি গ্রামের কাছে। ঘটনায় গুরুতর আহত হন জিআরপি-র ওসি রিয়াজ সামিম। এরপর তাঁকে তড়িঘড়ি স্থানীয় মানুষ ও কৈচর ফাঁড়ির পুলিশ নিয়ে যায় কাটোয়া মহকুমা হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাটোয়া থানার পক্ষ থেকে গ্রিন করিডোর করে এসডিপিও আইসির নেতৃত্বে তাঁকে নিয়ে যাওয়া হয় প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান মেডিকেল কলেজ থেকে তাঁকে গ্রিন করিডোরে কলকাতায় নিয়ে আসা হয়। মাথায় গুরুতর চোট রয়েছে তাঁর।

06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের02:35‘বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে’ বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির05:46BSF Border : বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, বিজিবির বাধা! রক্ষা করতে এল বিএসএফ03:31‘মমতা পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে গিয়ে লাহোর বানিয়ে ফেলেছেন’ মমতাকে চরম খিল্লি দিলীপের03:32South 24 Parganas News: পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য কানিং-এ02:52'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা মমতা বন্দ্যোপাধ্যায়' তৃণমূল কাউন্সিলর খুনে তীব্র আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর02:37অন্য স্ট্যান্ডে অটো রাখায় চরম বিবাদ! কপালে ইট লাঠি! চাঞ্চল্য কানিং-এ02:01তৃণমূল থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম, উল্লাসে মাতলেন শওকত মোল্লার অনুগামীরা