ফের সামনে এল ল্যান্ড মাফিয়াদের উপদ্রব। হরিশচন্দ্রপুরে চলছে এমনই মাফিয়া রাজ। তিন মাসের মধ্যে তিন বার বড় হামলা হয়েছে সেখানে। তবে এনিয়ে পুলিশদের কোনও ভ্রুক্ষেপ নেই। পুলিশদের চোখের সামনেই একরকম চলছে এইসব। এবার এক ব্যবসায়ীর বাড়িতে চলছে হামলা। বসত বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে জমি দখলের চেষ্টায়। এর আগে ক্যানসার আক্রান্তের ওপর চড়াও হয় তারা। সেই সময় গুরুতর জখম হন সেই ক্যানসার রোগী। অথচ হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ প্রশাসনের কর্তারা। পুলিশরা নিজেদের কাজ করছেন না বলেই অভিযোগ তুলছেন সেখানকার সাধারণ মানুষ। যার জেরে এই উপদ্রব দিন দিন বাড়ছে বলে তারা অভিযোগ তুলেছেন।