উদ্বোধনের আগেই ট্যাঙ্কের পাইপ ফেটে জল থইথই আসানসোল

দু'দিনে ধরে বৃষ্টি তেমন হয়নি, তবুও জলমগ্ন রাস্তা। নিকাশি ব্যবস্থার সমস্যা নেই, তবু কর্দমাক্ত পথ। একদিকে যখন পানীয় জল না থাকায় চরম সমস্যায় দিন কাটছে অনেকের তখনই অন্য দিকে ১২ ঘন্টার ও বেশি সময় ধরে পানীয় জলের অপচয় হচ্ছে। যে অপচয় বন্ধ করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের জলের রিজার্ভার এর পাইপ ফেটে লিক হচ্ছে পানীয় জল। তবে এই জলের ট্যাঙ্কটি এখনো উদ্বোধনই হয়নি। উদ্বোধন হওয়ার আগেই এমন ঘটনা বিস্মিত এলাকাবাসী। এলাকাবাসীরা জানাচ্ছেন, সোমবার রাত্রি আটটা থেকে হটাৎ জল বেরনো শুরু হয়। এখনও সেই জল বেরিয়েই চলেছে। যার জেরে জল থইথই গোটা এলাকা। আসানসোলের বড়াচক এলাকার এই বিশালাকার জল ট্যাঙ্কি থেকে নিকটবর্তী বেশ কয়েকটি গ্রামে পানীয় জল সরবরাহ করার কথা রয়েছে। তবে উদ্বোধনের আগেই এহেন অবস্থা চিন্তায় ফেলেছে এলাকাবাসীকে। অবিরাম জল লিক হওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে এলাকার রাস্তাঘাট। 

দু'দিনে ধরে বৃষ্টি তেমন হয়নি, তবুও জলমগ্ন রাস্তা। নিকাশি ব্যবস্থার সমস্যা নেই, তবু কর্দমাক্ত পথ। একদিকে যখন পানীয় জল না থাকায় চরম সমস্যায় দিন কাটছে অনেকের তখনই অন্য দিকে ১২ ঘন্টার ও বেশি সময় ধরে পানীয় জলের অপচয় হচ্ছে। যে অপচয় বন্ধ করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। আসানসোল মিউনিসিপ্যাল করপোরেশনের জলের রিজার্ভার এর পাইপ ফেটে লিক হচ্ছে পানীয় জল। তবে এই জলের ট্যাঙ্কটি এখনো উদ্বোধনই হয়নি। উদ্বোধন হওয়ার আগেই এমন ঘটনা বিস্মিত এলাকাবাসী। এলাকাবাসীরা জানাচ্ছেন, সোমবার রাত্রি আটটা থেকে হটাৎ জল বেরনো শুরু হয়। এখনও সেই জল বেরিয়েই চলেছে। যার জেরে জল থইথই গোটা এলাকা। আসানসোলের বড়াচক এলাকার এই বিশালাকার জল ট্যাঙ্কি থেকে নিকটবর্তী বেশ কয়েকটি গ্রামে পানীয় জল সরবরাহ করার কথা রয়েছে। তবে উদ্বোধনের আগেই এহেন অবস্থা চিন্তায় ফেলেছে এলাকাবাসীকে। অবিরাম জল লিক হওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে এলাকার রাস্তাঘাট। 

02:22দাম্পত্য কলহের এইরকম পরিণতি! শুনলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য বর্ধমানে02:48দ্বন্দ্ব চরমে! অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর03:38কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চরম হুঙ্কার শুভেন্দু অধিকারীর, দেখুন02:14ফের পুলিশের হাতে পাকড়াও দুই অবৈধ বাংলাদেশী! দালালের দৌরাত্বে অতিষ্ঠ ভারত04:29স্যালাইন কাণ্ড নিয়ে শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে বাঁধা, ক্ষোভ উগরে মমতাকে ধুয়ে যা বললেন01:59‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রা পালের02:25ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়01:52‘পশ্চিমবঙ্গে নিয়ম মানা হয় তাহলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের03:31'কে মরল ওনার কি যায় আসে! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর04:56Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে