সাঁতরাগাছিতে ধুন্ধুমার, পুলিশ ও বিজেপি কর্মীদের সংঘর্ষ। উন্মত্ত জনতার হাতে ইট-মার্বেলের টুকরো, বাঁশ , উন্মত্ত জনতার তাড়া পুলিশকে, বিক্ষোভের আগুনে জনরোষ। উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে সাঁতরাগাছি স্টেশনে আশ্রয়। আশ্রয় নেয় পুলিশের দলটি, বাইরে বের হওয়ার চেষ্টা । স্টেশনের বাইরে এলেই উন্মত্ত বিজেপি কর্মীদের আক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাকপুর থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী।
শুভেন্দু-কে না ছাড়লে জনতার উন্মত্ত চলার হুমকি। রাস্তার একদিকে ব্যারিকেড খোলার চেষ্টা পুলিশের । সংঘর্ষে পুলিশেরও একাধিক কর্মী আহত হয়েছেন। এই সব পুলিশ কর্মীর শরীরে ইঁটের আঘাত লেগেছে। পুলিশের বিরুদ্ধে অমানুষিক নিষ্ঠুরতার অভিযোগ । জল কামান ও কাঁদানে গ্যাসের ব্যবহার কেন করল পুলিশ। প্রশ্ন বিক্ষোভরত বিজেপি কর্মী ও সমর্থকদের।