Bikaner Guwahati Express derails: দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী

ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় ইতিমধ্যেই শেষ হয়েছে উদ্ধারকার্য। বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধারকার্য। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। উদ্ধারকার্য শেষ হওয়ার পর শুরু হয় লাইন পরিষ্কারের কাজ। ক্রেনে করে শুরু হয় বগি সরানোর কাজও। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী।

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আচমকাই বিকট শব্দ করে লাইন থেকে ছিটকে যায় পাটনা-গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির ডোমোহনিতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ১২টি কামরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার কার্য। উদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কার্য। বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধার কার্য। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। উদ্ধার কাজ শেষ হওয়ার পর শুরু হয় লাইন পরিষ্কারের কাজ। কীভাবে ঘটে এই ঘটনা তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই নিহতদের পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা রেলের। আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর নেন এই ঘটনার। ভবিষ্যতে যাতে এমন ভয়াবহ দুর্ঘটনা না হয় তারজন্য দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান রেলমন্ত্রীও।  

05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর