রাতে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গা ছমছম করে এমন মানুষের সংখ্যা নেহাত কম না। আর ঠিক সেই সময়েই রাস্তার মাঝখানে যদি সাদা শাড়িতে কাউকে দেখা যায় তবে হাড় হিম হয়ে যাওয়াটাই স্বাভাবিক। রবিবার রাত ৯ পর লাটাগুড়ির জঙ্গল সংলগ্ন রাস্তা তখন শুনশান, সেই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। হঠাৎই তাঁদের গাড়ির সামনে চলে আসে সাদা শাড়ি পরা এক মহিলা। প্রথমে ভূত ভেবে ভয় পেলেও পরে হাতেনাতে তারা ধরে ফেলে ওই মহিলাকে। ধরা পরেই মহিলা জানান তাঁর সঙ্গে এই কাজে সামীল রয়েছেন আরও অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে মহিলাকে আটক করেছে ক্রান্তি থানার পুলিশ।
রাতে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গা ছমছম করে এমন মানুষের সংখ্যা নেহাত কম না। আর ঠিক সেই সময়েই রাস্তার মাঝখানে যদি সাদা শাড়িতে কাউকে দেখা যায় তবে হাড় হিম হয়ে যাওয়াটাই স্বাভাবিক। রবিবার রাত ৯ পর লাটাগুড়ির জঙ্গল সংলগ্ন রাস্তা তখন শুনশান, সেই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। হঠাৎই তাঁদের গাড়ির সামনে চলে আসে সাদা শাড়ি পরা এক মহিলা। প্রথমে ভূত ভেবে ভয় পেলেও পরে হাতেনাতে তারা ধরে ফেলে ওই মহিলাকে। ধরা পরেই মহিলা জানান তাঁর সঙ্গে এই কাজে সামীল রয়েছেন আরও অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে মহিলাকে আটক করেছে ক্রান্তি থানার পুলিশ।