ফের বাংলায় জেপি নাড্ডা। শনিবার সভা সারলেন কাটোয়ায়। তার পরে ক্লক টাওয়ার থেকে শুরু হয় তাঁর রোড শো। রোড শো চলে কার্জন গেট পর্যন্ত মোট ৭৫০ মিটার। তাঁকে লক্ষ্য করে চলতে থাকে পুস্ত বৃষ্টি। তিনি নিজেও ছড়িয়ে দিতে থাকেন ফুল। এই ভাবেই জনসমুদ্রের মাঝখানে চলে রোড শো। এই সভা উপলক্ষে ১৫ হাজার গোলাপ ও আড়াই টন গাদা ফুল মজুত করেছিল বিজেপি।