পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধা মাকে এলোপাথাড়ি কাটারির কোপ মারল বড় ছেলে। পরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ছেলে নিজেই। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নিশ্চিন্দা থানার অন্তর্গত জামতলা সুভাষ পল্লী এলাকায়। পরে এই ঘটনা জানাজানি হয়ে যায় গোটা এলাকায়। বৃদ্ধার আরাক ছেলে তাঁদেরকে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতাল থেকে বৃদ্ধার ছেলেকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম তারক পাল (৪৫)। বৃদ্ধা সুভদ্রা পাল (৬০) বর্তমানে বেলুড় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল। আর সেই কারণেই এমন ঘটনা ঘটিয়েছেন তারক পাল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নিশ্চিন্দা থানার পুলিশ।