সোশ্যাল মিডিয়ায় পরিচয় সৌমেন ও মনিদীপা -র । পরে সেখান থেকেই প্রেম ও বিয়ে হয় তাঁদের। বাড়ির অনুমতি না নিয়ে লুকিয়ে বিয়ে করে মনিদীপা। বাড়ির লোক যাতে জানতে না পারে বাপের বাড়িতেই থাকত সে। স্বামী নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেস্টা করলে যেতে চায়নি মনিদীপা। শনিবার দুপুর স্ত্রীর বাপের বাড়ির সামনে ধর্নায় বসে স্বামী সৌমেন সুকুল। বউকে বাড়ি ফেরাতে নাছোড়বান্দা এখন সৌমেন ।