টর্নেডোর আতঙ্ক যেন কাটছেই না বঙ্গে। এবার টর্নেডোর দেখা মিলল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপের কাছে হুগলি নদীতে। নদীর ওপরেই পাক খেতে দেখা গেল টর্নেডো। সামনেই অমাবস্যার কোটাল, তারই সঙ্গে নিম্নচাপ। বঙ্গের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। এরই মাঝে আরও এক টর্নেডোর দেখা মিলল। হুগলি নদীর উপর থেকে ক্রমশ তীরের দিকে টর্নেডোটিকে আসতে দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে আস্তে আস্তে মিলিয়ে যাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলে সেখানকার সাধারণ মানুষ।