রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচ গানের মাধ্যমে সম্মান জানালেন রাষ্ট্রপতিকে , হাতনি গ্রামের আঠারো জন আদিবাসী এই ঐতিহ্যবাহী নাচ গান করেন |
কোনোদিন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেনি ওরা, পায়ের তলার তপ্ত মাটিই ওদের বাস্তব চেনায়, ওরা মামনি সরেন, বাসন্তী মান্ডি সোহাগী মুর্মু | হাতনি গ্রাম থেকে রাষ্ট্রপতি ভবন হঠাৎই সুযোগ এলো এতটা পথ পাড়ি দেবার | রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচ গানের মাধ্যমে সম্মান জানালেন রাষ্ট্রপতিকে | হাতনি গ্রামের আঠারো জন আদিবাসী এই ঐতিহ্যবাহী নাচ গান করেন | তাদের আঠারো জন সেখানে অনুষ্ঠান করেছে, সর্বপরি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হয়েছেন। আদিবাসী সমাজের বড় গর্বের দিন, মনের মাঝে এক অনাবিল ছন্দ | হাতনি গ্রামের সারি সারি দেওয়া মাটির বাড়িতে কান পাতলে একটাই গুঞ্জন আমরা পেরেছি, আমরা পারি অনন্ত সুখের সাগরে প্রবাহ হতে।