বুধবার সকাল থেকেই যশের প্রভাব পড়তে শুরু করে দিঘায়। সমুদ্রের জলচ্ছ্বাসে জলমগ্ন হয়ে পড়ে রাস্তা। সেখানে সমুদ্রের জলে ভাসতে দেখা যায় গাড়িও। উঁচু উঁচু ঢেউয়ের দাপটে জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। বেলার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বাঁধ ভেঙে দিঘার কাছে হু হু করে চল ঢুকতে শুরু করে। প্লাবিত হয় সেখানকার একাধিক এলাকা। যশের দাপটে ক্ষতিগ্রস্ত বহু এলাকা, ঘর ছাড়া হয়েছে বহু মানুষ।