আংশিক লকডাইনের জেরে কারখানা বন্ধ হয়ে গিয়েছে। অর্থিক অনটনে ভুগছেন অনেকেই। আবারও তেমনই ঘটনা প্রকাশ্যে। আর্থিক সঙ্কট কাটাতে রক্ত বেচতে চলছিল এক যুবক। অসুস্থ এক রোগীর পরিবারকে রক্ত দেবে বলে জানায় সে। রক্তের জন্য ৪০০০ টাকা দিতে হবে বলে জানায় ওই যুবক। সেখানেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। বারাসাত জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে ঘটে এই ঘটনা। প্রসঙ্গত, গ্রামের কাজ হারিয়ে অনেক যুবকই এই কালো বাজারির কাজে যোগ দিচ্ছেন।