রাতের অন্ধকারে এটিএম -এ চুরি। চুরি করে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করল দুষ্কৃতীরা। সিসিটিভি -তে উঠে এল সেই তথ্য। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরে আবাস এলাকাতে বৃহস্পতিবার সকালে ওই এটিএম কাউন্টার পরিষ্কার করতে গিয়ে শাটার তুলতেই সাফাই কর্মী দেখতে পান পুরো এটিএম মেসিনটি পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি পুলিশে খবর দেন। ইতিমধ্যেই সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ।