ঘূর্ণিঝড় যশ তান্ডব চালায় বঙ্গের একাধিক জায়গায়। যার জেরে ক্ষতিগ্রস্ত একাধিক জায়গা। পূর্ব মেদিনীপুরে আগেই জারি হয়েছিল সতর্কতা। সেই মতই বুধবার সেখানে রীতিমন ধ্বংসলীলা চালায় যশ। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার একাধিক জায়গা। একই ছবি দেখা গিয়েছে নন্দীগ্রামেও। জলমগ্ন নন্দীগ্রামের একাদিক জায়গা। সেখানেই দেখাগেল অসহায়তার ছবি, জলে ভেসে যাচ্ছে বাড়ি আর সেই বাড়ি আগলেই বসে রয়েছে এক মহিলা। অনেক চেষ্টাতাও তাঁকে বাড়ি থেকে আনা যাচ্ছিল পরে অনেক জোরাজোরির পর কান্নায় ভেঙে পড়েন তিনি তাঁকে সরানো হয় সেখান থেকে।