গরমে হাঁসফাঁস করছে কলকাতা সহ গোটা রাজ্য। আগামী দু'দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। একদিকে তাপমাত্রা অন্য দিকে আদ্রতা এই দুই মিলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আগামী ৪৮ ঘন্টা তাপপ্রবাহ এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ২৭ তারিখের পর থেকে উপকূলীয় জেলাগুলোতে- দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝারগ্রাম এবং বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ২৮, ২৯ এবং ৩০ তারিখ দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা থাকছে।