লোকাল ট্রেনের যাত্রায় এবার একঘেয়েমি থেকে যাত্রীদের মুক্তি দিল পূর্ব রেল। যাত্রাপথে যাত্রীদের বিনোদন দিতে আজ থেকেই লোকাল ট্রেনে মিলবে টিভি পরিষেবা। হাওড়া স্টেশনে হল এই পরিষেবার সূচনা।
ট্রেন যাত্রীদের জন্য এটা অবশ্যই একটা আনন্দের খবর। সোমবার থেকে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনের প্রতিটি কামরার শেষ দুই প্রান্তে মোট ২টি করে ৪টি ২৭ ইঞ্চি মাপের এলইডি টিভি বসানো হচ্ছে। এবার লোকাল ট্রেনে চড়লেই টিভি দেখার সুযোগ মিলছে ট্রেন যাত্রীদের। এই অত্যাধুনিক ব্যবস্থাকে বলা হয় ‘ট্রেন ইনফোটেনমেন্ট’। রেল সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্যের আপডেটের পাশাপাশি মিলবে নাচ, গান, খেলা সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখার সুবিধাও। এদিন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে এলইডি টিভি স্ক্রিন লাগানো ইএমইউ লোকালের প্রথম যাত্রার ফ্ল্যাগ অফ করা হয়। হাওড়া স্টেশনে এই নতুন প্রকল্পের সূচনা পর্বে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ভারতীয় রেলের তরফ থেকে।