পুজোর সময় পর্যটন দফতরের একাধিক পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়, ডবল ডেকার বাস পরিষেবা দেওয়া হবে ইন্টারন্যাশনাল টুরিস্ট এবং ইন্টার স্টেট টুরিস্টদের জন্য মাত্র ২৫০ টাকায়
পুজোর সময় পর্যটন দফতরের একাধিক পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী বাবুল সুপ্রিয় | এবার পুজো উপলক্ষে ডবল ডেকার বাসের ব্যবস্থা করেছে পরিবহন দফতর | এই বিশেষ ব্যবস্থা ইন্টারন্যাশনাল টুরিস্ট এবং ইন্টার স্টেট টুরিস্টদের জন্য | চারটি জোনে ভাগ করে উল্লেখযোগ্য পুজো গুলো দেখানোর ব্যবস্থা করা হয়েছে | ৪৯ টি পুজো দেখানোর ব্যবস্থা হবে এই ভাবেই | মাত্র ২৫০ টাকায় সেই পাস কিনতে পারবেন টুরিস্টরা | এছাড়াও তিনি জানান ৬টি রেস্টুরেন্টেরও ব্যবস্থা করা হয়েছে