এতদিন রানাঘাট স্টেশনে বসেই গান গেয়েই সামান্য রোজগার হতো। কিন্তু সেই গানই যে তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তুলবে তা স্বপ্নেও ভাবতে পারেননি রানু মারিয়া মণ্ডল। বছর পঞ্চান্নর রানুদেবীর গানের গলার সঙ্গে অনেকেই কিংবদন্তি লতা মঙ্গেশকরের মিল খুঁজে পেয়েছেন। নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল সেই গান। এতদিন স্টেশনে বসে গান গাইলে খুশি হয়ে তাঁর হাতে দু' চার টাকা তুলে দিতেন কেউ কেউ। আর সোশ্যাল মিডিয়ায় তাঁর গান ভাইরাল হওয়ার পরে রানুদেবীর ভাঙাচোড়া বাড়িতেই হাজির হচ্ছেন অনেকে। রানুদেবীর গান শুনে খুশি হয়ে সাধ্যমতো সাহায্যও করছেন তাঁকে। শুধু তাই নয়, মুম্বইয়ের একটি টেলিভিশন চ্যানেলও তাঁর সঙ্গে যোগাযোগ করেছে।