মঙ্গলবার বারাসত DPSC অফিসের সামনে ২০০৯ টেট উত্তীর্ণ চাকরি পার্থীরা বিক্ষোভ করে, তাদের দাবি তারা প্রত্যেকেই যোগ্য প্রার্থী,তা সত্ত্বেও তাদের প্রথম প্যানেলে নাম আসেনি | আজ ১৩ বছর ধরে তারা বঞ্চিত
মঙ্গলবার বারাসত DPSC অফিসের সামনে ২০০৯ টেট উত্তীর্ণ চাকরি পার্থীরা বিক্ষোভ করে | উত্তর ২৪ পরগনা ২০০৯ বঞ্চিত নন জয়েনিং প্রাথমিক শিক্ষল-শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফ থেকে এই বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয় | তাদের দাবি তারা প্রত্যেকেই যোগ্য প্রার্থী,তা সত্ত্বেও তাদের প্রথম প্যানেলে নাম আসেনি | আজ ১৩ বছর ধরে তারা বঞ্চিত | হাইকোর্টের নির্দেশ শূন্যপদ ফেলে রাখা যাবে না তা পূরণ করতে হবে,প্রায় ৮০০ র বেশি শূন্যপদ থাকলেও তাদের চাকরি হচ্ছে না | অনেকবার আশ্বাস পেলেও কাজের কাজ হয়নি বলে জানান তারা | সব প্রশাসনিক প্রধানের কাছে অনুরোধ জানাতেই এই কর্মসূচি নেয় বিক্ষোভকারীরা