গত সোমবারের পর এই সোমবার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত বিজেপি মিছিল। সেই সোমে না হলেও এই সোমে মিছিলে সামিল হচ্ছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই কথা জানিয়ে দিলেন তাঁরা। রবিবার সন্ধ্যায় হেস্টিংয়ে ছিল বিজেপির দলীয় বৈঠক। সেখানেই দেখা যায় তাঁদের উভয়কেই। শোভন চট্টোপাধ্যায় সেখানে একাধিক কথা জানালেন। পাশাপাশি তিনি জানালেন এবারের মিছিলে তাঁরা থাকছেন। তৃণমূলকে নিয়েও একাধিক মন্তব্য করলেন তিনি। 'বিজেপির বৈঠকে এসে নতুন অভিজ্ঞতা হল', এমনটাই বলতে শোনাগেল বৈশাখী বন্দ্যোপাধ্যায় -কে। সেই সঙ্গে সবাই একসঙ্গে কাজ করার কথাও তিনি জানালেন।