এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ফিরহাদ হাকিম গরু পাচার ইস্যু নিয়ে সাফাই দিলেন । বললেন অনুব্রত নির্দোষ প্রমান হবে
গরু পাচার ইস্যু নিয়ে সাফাই দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম | তিনি বললেন ' গরু কোন রাজ্য থেকে আসছে সেটা নিয়ে কেন তদন্ত হচ্ছে না' | তারপর তিনি বলেন 'অনুব্রত নির্দোষ প্রমান হবে' | 'যারা আমাদের কুৎসা ছড়াচ্ছেন তাদের মুখে ছাই মাখা হবে' বললেন ফিরহাদ