একই পরিবরের ৩ সদস্য নিখোঁজ। শীতের মার্কেটিং করতে গিয়ে নিখোঁজ, দাবি পরিবারের। তাঁদের মধ্যে রয়েছেন দু'জন মহিলা এবং ১ শিশু। বালি আনন্দনগর লোকনাথ মন্দির এলাকার ঘটনা।
একই পরিবরের ৩ সদস্য নিখোঁজ। মার্কেটিং করতে গিয়ে ছোট্ট সাত বছরের শিশুসহ নিখোঁজ দুই গৃহবধূ। গত ১৫ তারিখ বালি আনন্দনগর লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা অনন্যা কর্মকার (বড় বউ), রিয়া কর্মকার (ছোট বউ) এবং বাড়ির একমাত্র ছোট সদস্য আয়ুষ কর্মকার (ছোট বউয়ের ছেলে) শীতের মার্কেটিং-এর জন্য শ্রীরামপুরের উদ্দেশে রওনা দেন বাড়ি থেকে। সেদিনই দুপুর তিনটের পর থেকেই ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। তাদের মোবাইল ফোনটি সুইচ অফ বলতে থাকে, এমনটাই দাবি পরিবারের। অনেক চেষ্টা করেও কোনও খোঁজ মেলেনি তাঁদের। স্থানীয় নিশ্চিন্দা থানায় একই পরিবারের তিন সদস্যের নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়। শ্রীরামপুর থানা সূত্রে জানা গিয়েছে নিখোঁজ হওয়ার আগে তাঁদের লোকেশন শ্রীরামপুরে পাওয়া গিয়েছিল, গত ১৫ তারিখ পর্যন্ত। তারপর থেকে তাঁদের আর কোনও খোঁজ নেই।