জমি নিয়ে বিবাদের জেরে গুরুতর জখম হলেন তিন ভাই। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত বড় দুমকি গ্রামে। অভিযোগ কার্তিক নস্কর ও তার দুই ভাই গণেশ নস্কর ও সঞ্জীব নস্কর নিজেদের জমিতে ট্রাক্টর দিয়ে চাষের কাজ করছিলেন, সেই সময় অভিযুক্ত গোপাল নস্কর ও তাদের অনুগামীরা আচমকাই হামলা চালায় বলে অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তিন ভাইকেই। ঘটনায় গুরুতর জখম হলে তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চার বিঘা জমি নিয়েই গোপালের সাথে বিবাদ কার্তিকদের। আক্রান্তদের দাবি তাদের জমি জোর করে দখলের চেষ্টা করছিলেন তাতে বাঁধা দিতে গেলেই হামলা চালানো হয় বলে অভিযোগ। ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।