চিতাবাঘের পচাগলা দেহ মিলল চা-বাগান, দুই বাঘের দ্বন্ধযুদ্ধে কি মৃত্যু, আতঙ্কে কিলকোট

চা-বাগানে চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার। ঘটনাটি জলপাইগুড়ির মেটালির কিলকোট চা-বাগানে। চা-বাগানের শ্রমিকরা সোমবার পচা গন্ধ পান। তল্লাশি চালিয়ে চিতাবাঘের পচাগলা দেহ মেলে। পরে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে দেহটি নিয়ে যায়। মনে করা হচ্ছে ৩-৪ দিন আগে চিতাবাঘটির মৃত্যু হয়েছে।  
 

অন্যদিনের মতো সোমবার সকালে কাজ করছিলেন চা-বাগানের শ্রমিকরা। কাজ করতে করতেই সমানে নাকে এসে পৌঁছচ্ছিলো পচা-গলা গন্ধ। থাকতে না-পেরে গন্ধের উৎস খোঁজার চেষ্টা শুরু করেন চা-বাগানের শ্রমিকরা। এরপর চা গাছের ফাঁকে দেখা মেলে একটি মৃত চিতাবাঘের। যার দেহের প্রায় ৪০ শতাংশ পচে গলে গিয়েছিল। এই ঘটনা জলপাইগুড়ির মেটালির কিলকোট চা-বাগানের শিব বাড়ি সেকশনে। চিতাবাঘের এই পচাগলা দেহ উদ্ধারের পর থেকেই চা-বাগান চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কিছু শ্রমিক দাবি করেন, দিন কয়েক আগে দুই চিতাবাঘ চা-বাগানের মধ্যে লড়াই করছিল। সঙ্গিনীর দখলদারি নিয়ে প্রায়শই পুরুষ চিতাবাঘেদের মধ্যে এমন লড়াই হয়ে থাকে। কিছুদিন আগেও এই চা-বাগান এলাকায় একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছিল। চা-বাগানের মধ্যে চিতাবাঘের পচাগলা দেহ মিলেছে, এই খবর পাওয়ার পর সেখানে যান বাগানের ম্য়ানেজার। আসেন খুনিয়া স্কোয়াড বন দফতরের লোকজন। তারা চিতাবাঘটির দেহাবশেষ নিয়ে চলে যায় ময়নাতদন্তের জন্য।   

05:09Suvendu Adhikari On Murshidabad: ‘মুর্শিদাবাদের দাঙ্গাতে মমতার তৃণমূল সরাসরি যুক্ত! উচিত শিক্ষা দেব’ হুঁশিয়ারি শুভেন্দুর06:35Suvendu on Mamata : ' NIA চাই, একটা ব্যর্থ পুলিশমন্ত্রী...' মমতাকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব শুভেন্দুর05:00Sukanta Majumdar On Murshidabad: ‘দাঙ্গা আটকাতে অপদার্থ পুলিশগুলো ঢোকেইনি!’ মুর্শিদাবাদ ইস্যুতে সাংবাদিক বৈঠকে আগুন ঝরালেন সুকান্ত!03:59Suvendu Adhikari : 'সব তৃণমূলের পাণ্ডা, এরা জঙ্গিপুর থেকে অশান্তি শুরু করেছে' চরম হুঙ্কার শুভেন্দুর04:21Sukanta Majumdar On Murshidabad: ‘বলছে সব হিন্দুদের কেটে নদীতে ভাসিয়ে দাও!’ সুকান্ত মজুমদারের সামনেই ফুঁসে উঠলেন আক্রান্তরা04:02Adhir Ranjan Chowdhury On Murshidabad: ‘মুর্শিদাবাদের আক্রান্ত হিন্দুদের মমতার সরকার কোন সাহায্য করেনি’ মমতাকে চরম তুলোধোনা অধীরের08:52Mamata Banerjee : 'অমিত শাহকে কন্ট্রোল করুন' মোদীকে সরাসরি হুঁশিয়ারি মমতার! দেখুন06:58Dilip Ghosh On Murshidabad: ‘মমতা ইদের দিনই বলেছিলেন যা ইচ্ছা করো আমি দেখে নেব!’ মমতার প্ল্যান ফাঁস করলেন দিলীপ05:36Suvendu Adhikari : 'কেন মুর্শিদাবাদের হিন্দুরা মালদায় পালাবে?' শুভেন্দুর চরম প্রশ্ন মমতাকে05:41Budge Budge : জিম করা স্মার্ট ভাগ্নের প্রেমে মজে ছিল মামি! বজবজে মৃত্যুর নেপথ্যে রহস্য ঘনীভূত