Bhadu Puja : ভাদ্রমাস জুড়ে ঘরে ঘরে লোকগানের মাধ্যমে চলে ভাদুর আরাধনা

পুরুলিয়ায় ভাদ্র সংক্রান্তিতে একসময় ব্যাপক জনপ্রিয়তা ছিল ভাদু পুজোর। কথিত আছে, পঞ্চকোট রাজা নীলমণি সিংদেও-এর তৃতীয় কন্যা ভদ্রাবতীর অকাল মৃত্যু হয়। এরপরই রাঢ় বাংলায় ভাদু পুজোর সূচনা করে পঞ্চকোটের রাজ পরিবার। পুরুলিয়ার ঝালদায় ভাদু পুজোর প্রচলন বহুদিনের। ভাদু পুজো সাধারণত মেয়েরাই করে থাকেন। ভাদ্রমাস জুড়ে ঘরে ঘরে লোকগানের মাধ্যমে ভাদুর আরাধনা চলে। ভাদ্র সংক্রান্তিতে হয় ভাদুর পুজো। এদিন রাতভর বাড়িতে বাড়িতে চলে হুল্লোড়, নাচগান, দেদার খাওয়া দাওয়া। ভাদু পুজোয় নানা মিষ্টির সঙ্গে দেওয়া হয় জিলিপি। এই পুজো বিশ্বকর্মা পুজোর আগেরদিন হয়।

পুরুলিয়ায় ভাদ্র সংক্রান্তিতে একসময় ব্যাপক জনপ্রিয়তা ছিল ভাদু পুজোর। কথিত আছে, পঞ্চকোট রাজা নীলমণি সিংদেও-এর তৃতীয় কন্যা ভদ্রাবতীর অকাল মৃত্যু হয়। এরপরই রাঢ় বাংলায় ভাদু পুজোর সূচনা করে পঞ্চকোটের রাজ পরিবার। পুরুলিয়ার ঝালদায় ভাদু পুজোর প্রচলন বহুদিনের। ভাদু পুজো সাধারণত মেয়েরাই করে থাকেন। ভাদ্রমাস জুড়ে ঘরে ঘরে লোকগানের মাধ্যমে ভাদুর আরাধনা চলে। ভাদ্র সংক্রান্তিতে হয় ভাদুর পুজো। এদিন রাতভর বাড়িতে বাড়িতে চলে হুল্লোড়, নাচগান, দেদার খাওয়া দাওয়া। ভাদু পুজোয় নানা মিষ্টির সঙ্গে দেওয়া হয় জিলিপি। এই পুজো বিশ্বকর্মা পুজোর আগেরদিন হয়।

05:23Suvendu Adhikari : মমতার এই খেলা আগেই ধরেছিলেন, আজ কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ফাঁস করে দিলেন শুভেন্দু03:16কেক কেটে ছাগলের জন্মদিন পালন, আমন্ত্রিত লোকসংখ্যা ১৫০, কোথায় ঘটল এই ঘটনা?03:20পাসপোর্ট চক্রে গ্রেফতার লালবাজারের প্রাক্তন পুলিশকর্মী! চাঞ্চল্যকর পরিস্থিতি অশোকনগরে03:14'ওর আগে ক্ষমা চাইতে হবে, তারপর গান' বামেদের অনুষ্ঠানে বাংলাদেশের গায়িকা নিয়ে চরম বার্তা শুভেন্দুর03:25‘তৃণমূল তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই শেষ হচ্ছে’ মমতাকে সরাসরি তোপ অধীরের03:57অবাক করা কাণ্ড! বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, চাঞ্চল্য এলাকাবাসীদের মধ্যে03:25শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ কুণালের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল02:51'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম শাসানি বাবুল সুপ্রিয়র07:49'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে চরম সংঘাতের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের05:26শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল