অর্জুনকে গ্রেফতারের দাবি, বাহুবলীকে বাগে আনতে কেন্দ্রীয় বাহিনীতেই ভরসা কাটাপ্পা মদনের

  • অর্জুন সিংহের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের মদন মিত্রের
  • এলাকায় অত্যাচার চালাচ্ছেন অর্জুন, অভিযোগ মদনের
  • সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই উদ্বিগ্ন, দাবি তৃণমূল প্রার্থীর

অর্জুনের দৌরাত্ম্যে উদ্বিগ্ন ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্র। অবিলম্বে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে গ্রেফতারের দাবি তুলেছেন তৃণমূল নেতা। 

আগামী ১৯ মে ভাটাপাড়া কেন্দ্রে উপনির্বাচন। অর্জুন সিংহ এতদিন ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি ইস্তফা দিয়ে বিজেপি-র হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ায় ভাটপাড়ায় উপনির্বাচন হচ্ছে। এবার সেখানে বিজেপি প্রার্থী অর্জুনের ছেলে পবন সিংহ। অর্জুনের নিজের গড় ছিনিয়ে নেওয়ার জন্য ডাকাবুকো মদন মিত্রের উপরেই আস্থা রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই ভাটপাড়ায় নিজের প্রচার শুরু করে দিয়েছেন মদন। অর্জুনের সঙ্গে তাঁর গরমাগরম কথার লড়াইও চলছে। মদনকে 'বুড়ো বাঘ' বলে ব্যঙ্গ করেছেন অর্জুন। গত বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্রে হারতে হয়েছিল জেলবন্দি মদনকে। সেকথা মনে করিয়ে দিয়েও খোঁচা দিয়েছেন অর্জুন। আবার অর্জুনকে বাহুবলী বলে মদন মনে করিয়ে দিয়েছেন তিনি কাটাপ্পা। আর সিনেমার গল্পে কাটাপ্পার হাতেই বাহুবলীর মৃত্যু হয়েছিল।

এবার আগেভাগেই অর্জুন সিংহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মদন। তাঁর অবশ্য দাবি, তিনি নিজের জন্য নয়, বরং সাধারণ মানুষকে নিয়েই উদ্বিগ্ন বেশি। কারণ প্রায় প্রতিদিনই এলাকার বিভিন্ন তৃণমূল কর্মী, সমর্থকদের বাড়িতে অর্জুন এবং তাঁর দলবল হামলা চালাচ্ছে বলে অভিযোগ মদনের। এমনকী, অর্জুন নিজের ডেরায় প্রচুর পরিমাণ বোমা এবং অস্ত্র মজুত করে রেখেছে বলেও অভিযোগ করেছেন মদন। পুলিশকে তার হদিশও তিনি দিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, অবিলম্বে এই সমস্ত অস্ত্র এবং বোমা উদ্ধার করুক পুলিশ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মদনের দল তৃণমূল অনেক প্রশ্ন তুললেও এক্ষেত্রে অবশ্য অর্জুনকে সামলাতে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর উপরেও ভরসা রাখছেন মদন মিত্র। এলাকায় বাহিনীর টহলদারি বাড়ানোর দাবিও জানিয়েছেন তিনি।

গত সোমবার ব্যারাকপুরে ভোটগ্রহণের সময় দফায় দফায় তৃণমূল কর্মীদের সঙ্গে অশান্তিতে জড়ান অর্জুন সিংহ। ভোটের পরেও উত্তপ্ত হয়ে রয়েছে ব্যারাকপুর। এবার তাই সতর্ক মদন দাবি করেছেন, যেহেতু ভাটপাড়ায় অর্জুন সিংহ প্রার্থী নন, বা প্রার্থীর এজেন্টও নন, তাই নির্বাচনের দিন ভোট দেওয়া ছাড়া আর এলাকায় যত্রতত্র ঘুরতে পারবেন না তিনি। যদিও মদনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্জুন সিংহের প্রতিক্রিয়া জানা যায়নি।
 

05:19দোলের দিন মেচেদা ইসকন মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক ঘটালেন শুভেন্দু অধিকারী, দেখুন ভিডিও03:30New Town Latest News: নিউটাউনে বাংলাদেশি মহিলা পাচারকারী গ্রেফতার! মোবাইলে মিলল চাঞ্চল্যকর প্রমাণ03:45Delhi CM Rekha Gupta: বিজেপি অফিসে হোলির রঙে মাতলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা! দেখুন নজরকাড়া মুহূর্ত03:11Nadia Mayapur News: দোল উৎসবে মায়াপুরে আকাশছোঁয়া ভক্তের জোয়ার! উপচে পড়ছে ভিড়, দেখুন বিশেষ মুহূর্ত07:04Agnimitra Paul: দোল উপলক্ষে আসানসোলে শোভাযাত্রা অগ্নিমিত্রা পালের, দেখুন ভিডিও03:45Nadia Latest News Today: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়06:58Suvendu Adhikari On Nandigram: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন শুভেন্দু অধিকারী, কী বললেন04:06Suvendu Adhikari Holi Speech: ‘হিন্দুদের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ ভবানীপুরে মমতাকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী04:16"যদি বাপের বেটা হও বহরমপুরে দাঁড়াও", হুমায়ুন কবিরকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর07:41কেন বিধানসভায় হিন্দু মুসলমান ছাড়া কোনও বিষয় নেই? কড়া জবাব দিলেন শঙ্কর ঘোষ