রাজ্যের তিন উপনির্বাচনেই জয় পেল তৃণমূল কংগ্রেস। কামাল দেখাতে ব্যর্থ হল বিজেপি শিবির। এমনকি রাজ্য বিজেপি সভাপতির কেন্দ্র খড়গপুরেও জিততে পারল না পদ্ম শিবির। এখান থেকে কুড়ি হাজারেরও বেশি ভোটে জিতলেন তৃণমূলের প্রদীপ সরকার।
রাজ্যের তিন উপনির্বাচনেই জয় পেল তৃণমূল কংগ্রেস। কামাল দেখাতে ব্যর্থ হল বিজেপি শিবির। এমনকি রাজ্য বিজেপি সভাপতির কেন্দ্র খড়গপুরেও জিততে পারল না পদ্ম শিবির। এখান থেকে কুড়ি হাজারেরও বেশি ভোটে জিতলেন তৃণমূলের প্রদীপ সরকার।
এক সময় রেলশহর খড়গপুর ছিল কংগ্রেস নেতা জ্ঞান সিং সোহনপালের দখলে। খড়গপুর থএকে টানা দশবার বিধায়ক হয়েছিলেন তিনি। ২০১৬ সালের বিধানসভা ভোটে এখান থেকে জিতে অবশ্য ইতিহাস গড়েন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেবার ভোট প্রাপ্তির নিরিখে তৃতীয় স্থানে ছিল তৃণমূল। গত লোকসভাতেও খড়গপুরে গেরুয়াশিবিরের ভোট আরও বাড়ে। মেদিনীপুর থেকে সাংসদ হন দিলীপ ঘোষ। কিন্তু বিধানসভা উপনির্বাচনে উল্টে গেল সব হিসেব।
তবে বৃহস্পতিবার ভোট গণনা শুরু হতেই প্রথমে এগিয়ে যান বাম-কংগ্রেস জোট প্রার্থী। কিন্তু পঞ্চম রাউন্ড গণনার পর থেকেই বিপুল ভোটে এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। এরপর গণনা যত এগিয়েছে রাজ্যের শাসক দলের মার্জিনও তত বেড়েছে।