রাজনৈতিক দলে ঝাণ্ডা ছাড়াই এবার সাধারণ মানুষের কাছে যাবেন যুবকরা। তৃণমূল সরকারের দশ বছরে কী পেলেন, কীই বা পেলেন না, সংগ্রহ করবেন সেই খতিয়ান। লিখিত আকারে অভাব-অভিযোগের কথা জানানো হবে জনপ্রতিনিধিদের। ভোটের মুখে পুরুলিয়ায় জনসংযোগের নয়া কৌশল নিল তৃণমূল।
স্রেফ পুরুলিয়ায়ই নয়, গত লোকসভা ভোটে জঙ্গলমহলে ভরাডুবি হয়েছে তৃণমূলের। সবকটি আসনেই জিতেছেন বিজেপি প্রার্থী। সামনের বছরে বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে মরিয়া রাজ্যের শাসকদল। কিন্তু কীভাবে? রাজ্যের যুবশক্তির উপরই ভরসা রাখল ঘাসফুল শিবির। পুরুলিয়া বাগমুন্ডিতে মঙ্গলবার জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন সোহম চক্রবর্তী, নির্মাল্য চক্রবর্তী, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো রাজ্য যুব তৃণমূলের নেতারা।