কষ্ট করে নেতার বাড়ি বা পার্টি অফিসে গিয়ে টাকা আনতে হল না। বরং সকাল সকাল বাড়ি বয়ে এসে কাটমানির টাকা ফিরিয়ে গেলেন তৃণমূল নেতা। ঘটনা বাঁকুড়ার কেশিয়াকোল গ্রামের। প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে নেওয়া কাটমানির টাকাই এ দিন বাড়ি বাড়ি গিয়ে ফেরত দিলেন তৃণমুল নেতা অরুণ গড়াই।
অভিযোগ, সরকারি বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন উপভোক্তার কাছ থেকে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত কাটমানি হিসেবে নিয়েছিলেন ওই তৃণমূল নেতা। বেশ কয়েকদিন আগে কাটমানি ফেরতের দাবিতে অরুণবাবুর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। চাপে পড়ে কাটমানির টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই নেতা। এর পরেই এলাকার মানুষের চাপে পড়ে শেষ পর্যন্ত সেই টাকা ফিরিয়ে দিলেন ওই তৃণমূল নেতা। এ দিন সকালে ২৫ জন স্থানীয় বাসিন্দার বাড়ি গিয়ে তাঁদের থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিয়ে আসেন ওই তৃণমূল নেতা।