কাটমানি বিক্ষোভে এবার বাড়ি ভাঙচুর হল তৃণমূলের এক উপপ্রধানের। ভেঙে ফেলা হল গাড়ি, আসবাবপত্রও। আতঙ্কিত তৃণমূলের উপপ্রধান এবং তাঁর পরিবার বাড়ি ছেড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে আশ্রয় নিলেন। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের চানক গ্রামে। কাটমানি নেওয়ায় অভিযুক্ত ওই তৃণমূল নেত্রীর নাম রীনা চক্রবর্তী। তাঁর স্বামী প্রদীপ চক্রবর্তীও স্থানীয় তৃণমূল নেতা। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে।
রীনাদেবী এবং তাঁর স্বামী দু' জনেরই অভিযোগ, বিজেপি-র উস্কানিতেই তাঁদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। কাটমানি নেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তাঁরা।