বছরের প্রথম দিনেই প্রতিষ্ঠা দিবস তৃণমূলের। প্রতিষ্ঠা দিবস পালন করতে দেখা তৃণমূলের নেতা-মন্ত্রীদের। তৃণমূল ভবনে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়েন, সুব্রত বক্সি। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা হয় সেখানে। পরে তৃণমূল সম্পর্কিত একাধিক কথা তুলে ধরেন সুব্রত বক্সি। তুলে ধরেন তৃণমূলের লড়াইয়ের কাহিনিও। অন্যদিকে ৮২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিন প্রতিষ্ঠা দিবস পালনের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন অনলাইনে পড়াশোনা করার জন্য ট্যাব। এছাড়াও সেখানে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।